ভাঙন অব‍্যাহত পদ্ম শিবিরে : দলবদল করে তৃণমূলে যোগ

13th August 2021 6:45 pm বাঁকুড়া
ভাঙন অব‍্যাহত পদ্ম শিবিরে : দলবদল করে তৃণমূলে যোগ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  ফের বিজেপির ভাঙ্গন।  পুরসভা নির্বাচনের আগেই বাঁকুড়া পৌর শহরে বিজেপির ঘর ছেড়ে তৃনমূলের ঘরে এলেন ৩৫ টি পরিবার। বিজেপি নগর মন্ডলের সম্পাদক, বেশ কয়েকজন বুথ সভাপতির হাত ধরেই  বাঁকুড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ওই পরিবারগুলি  ঘাস ফুল শিবিরে  যোগ দিলেন।  বাঁকুড়া শহরের  মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চ আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে আসা একাধিক নেতৃত্বের হাতে তৃনমূলের পতাকা তুলে দিলেন তৃনমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার পুর প্রশাসক বোর্ডের সদস্য এবং তৃনমূলের শহর  নেতৃত্ব।  তৃনমূলের  দাবি বিজেপি মানুষ কে যে আশ্বাস দিয়েছিলে সেই আশ্বাস তারা রাখতে পারেননি। তাই তাদের দলের কর্মীরাও বিজেপি নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে তৃনমূলে যোগ দিচ্ছেন।  পুরসভা নির্বাচন কে পাখির চোখ করে শহরে  নিজেদের সংগঠন কে শক্তিশালী করার কাজ আগেই শুরু করেছে তৃনমূল নেতৃত্ব।যোগদানের ফলে দলের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে বলেই দাবি তৃনমূল নেতৃত্বের। আসন্ন পুরসভা নির্বাচনে ফের পুরবোর্ড পরিচালনার দায়িত্ব নেবে তৃনমূল আশাবাদী তৃনমূল নেতৃত্ব।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।